ঢাকা, ১৬ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫ || ৩ মাঘ ১৪৩১
good-food
৪৭৬

রওশনকে চেয়ারম্যান করে জাপার নতুন কমিটি ঘোষণা 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২১ ১৪ জুলাই ২০২১  

রওশন এরশাদকে চেয়ারম্যান এবং বিদিশাকে কো -চেয়ারম্যান করে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে এরশাদের ছেলে এরিক এরশাদ এ ঘোষণা দেন।

 

এরিক এরশাদ বলেন, জিএম কাদেরের কাছ থেকে দলকে বাঁচাতে হবে। আমার মা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান হিসেবে এবং কো-চেয়রাম্যান হিসেবে আরেক মা বিদিশা এরশাদ ও ভাই রহগীর আল মাহি সাদ ওরফে সাদ এরশাদের নাম ঘোষণা করছি। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদের নাম।

 

এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।